কবিতা

কবিতাঃ পুর্নিমা রাত 

কলমেঃ মুসাফির (ছদ্মনাম)



অন্তরীক্ষ মুখরিত করে উঠিল আলোর শশী

চারিপাশ যেনো পুলকিত হলো সেই করেতে মিশি।


নক্ষত্ররাজি এক হইয়া বসাইলো আলোর মেলা,

সেই লহমায় ভাবিনি কভু কিভাবে কাটিবে বেলা।


হিয়া জাগাইলো ঘুমন্ত কবিরে লিখিতে চায় সে অল্প,

রচিতে চায় সে কাব্য সংগীত নতুবা চন্দ্র গল্প।


রচিতে রচিতে নিশীর সকাল ঠেকিলো নিশীদুপুরে,

রাজ্যের সব ক্লান্তি লইয়া নিদ এলো আখিঁ  জুড়ে।


শয্যায় যাওয়ার আগে ভাবিলাম ভারী স্নিগ্ধ শশী,

হৃদয় উৎসুখ রাত্রিযাপনে তার আলোতে বসি।


সুযোগ দিলোনা বাস্তবতা হলোনা ভাববিলাস,

বাস্তবতাই জয়ীযে সদা ভাবনাকে করে নাশ।

Comments