ছোটগল্প


ছবিঃ গুগল ইমেজ

ছোটগল্পঃ আশা

হাওরের ধান পাকা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।  সমস্ত কৃষক পরিবারে চলছে মহা কর্মযজ্ঞের প্রস্তুতি।দরিদ্র কৃষক জমির আলীও যথাসাধ্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার মনে প্রচন্ড ভয়! ধান ধান ঘরে তুলতে পারবেন তো? চোখের সামনে কতোবার নিজের স্বপ্নের ধানকে বানের জলে ডুবতে দেখেছেন, কতোবার যে তার চোখের কোণের অশ্রুবিন্দু বানের জলে মিশে গেছে নিজেও জানেন না। তবুও স্রষ্টার উপর আস্থা রেখে তিনি অনাড়ম্বর প্রস্তুতি নিচ্ছেন। কতো পরিকল্পনা তার! এবারের ধান বেচে মহাজনের পাওনা মিটাবেন, জীর্ণশীর্ণ টিনের ঘরখানা এবার মেরামত করবেন, আরো কতো কি। এখন শুধুমাত্র তার একটাই ফরিয়াদ "হে বিধি এবার আর বানের জলে আমার আশাগুলারে ভাসাইয়া নিও না।

Comments